Siliguri: ঘুম চোখে যাত্রী নিয়ে তিস্তা ক্যানেলে ডুবল গাড়ি, কোনওরকমে রক্ষা

শিলিগুড়ি যাওয়ার পথে তিস্তা ক্যানেলের জলে পরে গেল যাত্রীবোঝাই গাড়ি। ঘুম চোখে থাকলেও ঘটনার পর গাড়ির কাচ ভেঙ্গে বেরিয়ে আসতে পেরেছেন ৪ যাত্রী। সোমবার ভোরে এই ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের গাজলডোবা ফুলবাড়ি তিস্তা ক্যানালে। সংলগ্ন এলাকায় এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়।

গাড়ির ভেতরে থাকা এক যাত্রী সুভাষ রায় বলে, ভোরে ক্রান্তি থেকে তাদের এক রোগীকে দেখতে শিলিগুড়িতে আসছিলাম। গাড়িতে চালকসহ চারজন ছিলেন। তার কথায়, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। কিছু বোঝার আগেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটি তিস্তা ক্যানালের পরে যায়। আমরা কোন রকমে গাড়ির কাচ ভেঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসি। কারো কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি।’

ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। সেখানে এসে গাড়িটিকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই ওই রাস্তায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৩ জন।

About The Author