সম্পত্তির লোভে জন্মদাত্রী মা’কে নৃশংস খুন! গ্রেপ্তার ছেলে

শিলিগুড়িতে ফের একবার ছেলের হাতে খুন হলেন মা। সম্পত্তির লোভে জন্মদাত্রী মা’কে নৃশংসভাবে খুন করল ছেলে। শিলিগুড়িতে আবারও ছেলের হাতে খুন হলেন মা। নারকিয় কাণ্ডের সাক্ষী রইল ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনির বাসিন্দারা। এর দুদিন আগেই ১ নম্বর ওয়ার্ডেও ছেলের হাতে খুন হয়েছিলেন আরেক মা। তবে আজকের ঘটনা সম্পত্তি নিয়ে। পুলিশ জানিয়েছে, ৬১ বছর বয়সী ওই মহিলার নাম মঞ্জু মহন্ত। তাকে খুনের অভিযোগ উঠেছে তারই ২৯ বছরের ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর বিরুদ্ধে।

এদিন দুপুরে ওই বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। ওই ছেলে জানায়, তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তার গলায় দড়ি প্যাচানো। এরপরই এলাকাবাসীরা ওই যুবককে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। ছেলেকে গ্রেপ্তার করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

About The Author