Siliguri: ঘুমে চোখ বুজে আসছিল, বন্ধুদের নিয়েই গভীর খাদের দিকে পড়ল গাড়ি

শিলিগুড়ি: সেবক ব্রিজের পাশে বৃহস্পতিবার রাতে ঘটে গেল রুদ্ধশ্বাস ঘটনা। হঠাৎ চোখ বন্ধ হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায় একটি বিলাসবহুল গাড়ি।

গাড়িতে ছিলেন তিন যুবক। ভাগ্যক্রমে খাদে পড়ার পর গাড়িটি একটি গাছে আটকে যায়—আর সেই গাছই হয়ে ওঠে জীবনরক্ষাকারী।

তিনজনই কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসেন, সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। পরে পুলিশ এসে ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে।

জানা গেছে, চালকের চোখ হঠাৎ বন্ধ হয়ে যায়, আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।

কিন্তু ভাগ্য সহায় ছিল—গাড়িটি খাদে পড়ে একটি গাছে আটকে যায়। সেই গাছই হয়ে ওঠে জীবনরক্ষাকারী। তিনজনই কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসেন, সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।

About The Author