শিলিগুড়িতে ৭০-র ঊর্দ্ধ‌ বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিলিগুড়ির এনজেপি থানা এলাকায় এক ৭০ উর্ধ্বা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম বাপি মহন্ত ওরফে পচা (২৫), যিনি এনজেপির মাইকেল মধুসূদন কলোনির বাসিন্দা।

অভিযোগ, অভিযুক্তের বাড়িতেই দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন ওই বৃদ্ধা। গত ২৫ ও ২৬ অক্টোবর, পরপর দু’দিন বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বৃদ্ধা সাহস করে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই এনজেপি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author