কোর্টের অনুমতি নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, প্রতিবাদে সরস্বতীকে হাটাল হিন্দু মহামঞ্চ

কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। উচ্চ আদালত পুলিশি নিরাপত্তায় কলেজে সরস্বতী পুজো করার নির্দেশ দিয়েছে। যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনও অফিসারের উপস্থিতিতে পুজো করতে হবে বলেও শুক্রবার আদালত জানিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।

শিলিগুড়ির রাস্তায় সরস্বতীর প্রতীকী সাজিয়ে তাঁর মুখে কালো কাপড় বেধে রাস্তায় হাটালেন হিন্দু মহামঞ্চের সদস্যেরা। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, ‘হিন্দুদের ধর্মীয় আচার পালনে আদালতের অনুমতি নিতে হবে, অথচ অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে এমন বাধা নেই। এটি সুস্পষ্ট বৈষম্য।’

বুধবার শিলিগুড়ির হাসমি চকে সংগঠনের সদস্যরা পথ অবরোধ করেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, পশ্চিমবঙ্গে বাঙালি সনাতনী হিন্দু সংস্কৃতি ক্রমাগত মৌলবাদী চক্রান্তের শিকার হচ্ছে। এর জেরেই এবার সরস্বতী পুজোর আয়োজন করতে হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে।

অবরোধের ফলে হাসমি চকের আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটকও করা হয়। পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

About The Author