শিলিগুড়ি: উন্নয়নের কাজে বাধা দিলে পুলিশ-মিলিটারি ডাকব, সরকারি কাজে বাধা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন গৌতম দেব। প্রয়োজনে পুলিশ, সেনা ডেকে উন্নয়নমূলক কাজ করাবেন। কিন্তু কাজে আর বাধা মানবেন না। শনিবার এমনই মেজাজে দেখা গেল শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতমকে।
প্রতিবারই কোমর জল জমে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে। সমস্যার সমাধানে পুরনিগম কাজ করতে গেলেই স্থানীয় দোকানদাররা ক্ষতির আশঙ্কায় বাধা দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তাই কাজ হচ্ছে না, সমস্যাও মিটছে না। এর আগে এই কাজ করতে গিয়ে মেয়রকে এলাকাবাসীদের বাধার মুখে পড়তে হয়। শনিবার সকালে ফের মেয়র গৌতম দেব এলাকা পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন। বারবার বাধার মুখে কাজ থমকে যাচ্ছে। ফলে এদিন বেশ বিরক্ত হলেন গৌতম দেব। এবারে হুঁশিয়ারির সুরে বলেন, ‘অনেক কথা শুনেছি। আর শুনব না। উন্নয়নের কাজে বাধা দিলে এবার পুলিশ, মিলিটারি দিয়ে কাজ করানো হবে।’ পরে অবশ্য পরিস্থিতি সামলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করে মেয়র বলেন, ‘কারও কোনও ক্ষতি করে কাজ হবে না। আর সাত থেকে আট মাসের মধ্য এই কাজ শেষ হয়ে যাবে।’