Lunar Eclipse: রাতেই রক্তিম চাঁদের সাক্ষাৎ! বাংলায় দেখা যাবে বছরের শেষ ‘ব্লাড মুন’

শিলিগুড়ি: বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে বাংলা সহ গোটা ভারত। ভাদ্রপদ পূর্ণিমার রাতে আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’-এর অপূর্ব দৃশ্য।

রাত ৯টা ৫৮ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে পরবর্তী ৮২ মিনিট। রাত ১১টা থেকে চাঁদের রঙে লাল-কমলার ছোঁয়া স্পষ্ট হবে, আর রাত ১১টা ৪২ মিনিটে গ্রহণ পৌঁছবে চরমে। এই সময়ে চাঁদের রং হবে রক্তিম লাল।

এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের প্রায় সব শহর থেকেই—দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি এবং অবশ্যই কলকাতা, শিলিগুড়ি।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় সূতক যুগে পূজা ও শুভ কাজ নিষিদ্ধ। গ্রহণ শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোর ১টা ২৬ মিনিটে।

কিভাবে দেখবেন? চন্দ্রগ্রহণ দেখতে কোনও চোখের সুরক্ষার প্রয়োজন নেই, কারণ এটি খালি চোখেই দেখা যায়। গ্রহণের সময় চাঁদ কিছুটা ফ্যাকাশে দেখায়, তবে সূর্যের মতো সরাসরি তাকালে চোখের ক্ষতি হয় না। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে চাঁদে পৌঁছে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তাই চাঁদকে দেখা সম্ভব হয়। রবিবার রাতে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেই চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।

চাঁদ পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে রক্তিম আভা ধারণ করে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। এই বিরল মহাজাগতিক দৃশ্য শুধু ভারত নয়, দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বহু প্রান্ত থেকে।

About The Author