অবাক কাণ্ড! ‘মরেছে টাইম কল’, শ্রাদ্ধ করলেন বিজেপি নেতারা

শিলিগুড়ি: সাতসকালে পাড়ায় শ্রাদ্ধানুষ্ঠান। কিন্তু কেউ তো মরেনি। তাহলে শ্রাদ্ধ হচ্ছে কার? সামনে এগিয়ে যেতেই রীতিমত ভিমড়ি খাবার জোগাড়। শ্রাদ্ধ হচ্ছে রাস্তার পাশে পড়ে থাকা টাইম কলের৷ পুরোহিত মশাইও তাঁর জীবনে প্রথম এমন শ্রাদ্ধ করলেন।

সোমবার সকালে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলের শ্রাদ্ধের আয়োজন করে এমনই অভিনব প্রতিবাদ তুলে ধরলেন বিজেপি নেতারা। কিন্তু হঠাৎ টাইম কলের শ্রাদ্ধ করতে গেলেন কেন? বিজেপির দাবি, শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলটির ‘মৃত্যু’ হয়েছে অনেক আগেই৷ প্রায় এক বছর ধরে কলটি দিয়ে পানীয় জল আসেনা। বাসিন্দাদের অন্য জায়গায় গিয়ে পানীয় জল আনতে হচ্ছে৷

টাইম কলের শ্রাদ্ধ করতে আসা পুরোহিত মশাইও অবাক৷ কারণ তিনিও তাঁর জীবনে প্রথম এমন অভিনব শ্রাদ্ধ করলেন। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে৷টাইম কলটিতে অনেকদিন ধরে জল আসে না৷ ডেপুটি মেয়রের দৃষ্টি আকর্ষণের জন্য এমন প্রতিবাদ করতে হচ্ছে।

রাজু বাবুর কথায়, ‘এরপরও পানীয় জলের সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷’ ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ওই স্ট্যান্ড পোস্টটিতে জল আসছে না৷ কিছু সমস্যা রয়েছে৷ সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে৷ জায়গা খোঁজা হচ্ছে৷ তবে শহরের জলের সমস্যা শীঘ্রই মিটে যাবে বলে দাবি করেছেন তিনি।

About The Author