নাবালিকার বিয়ের আসরে আচমকাই পুলিশি হানা! গ্রেপ্তার হবু বর-পুরোহিত

শিলিগুড়ি: মোটা টাকার বিনিময়ে পুরোহিতের বাড়িতেই তার মদতে হতে চলেছিল এক নাবালিকা মেয়ের গোপন বিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিয়ের আসর থেকেই গ্রেপ্তার করে মূল অভিযুক্ত পুরোহিত অমৃত গাঙ্গুলী এবং ২১ বছরের হবু বর পিযুস রায়কে।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির অম্বিকানগরে। সেদিন রাতে পুরোহিত অমৃত গাঙ্গুলীর বাড়িতে বসেছিল ১৬ বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন। উপস্থিত ছিলেন নাবালিকা ও হবু বরের পরিবারের সদস্যরাও। তাদের সম্মতিতেই চলছিল বিয়ের প্রস্তুতি।

যেহেতু মেয়েটি নাবালিকা, তাই পাড়াপড়শি ও প্রশাসনের অজান্তেই গোপনে বিয়ের আয়োজন করেছিলেন পুরোহিত। কিন্তু সেই আসরেই বিনা আমন্ত্রণে হাজির হয় এনজেপি থানার পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় হবু বর ও পুরোহিতকে।

সূত্রের দাবি, পুরোহিত অমৃত গাঙ্গুলী অতীতেও মোটা টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ধৃতদের চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

About The Author