Siliguri: দেশী আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

জলপাইগুড়ির পর এবার শিলিগুড়ি! আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল আরও ২ ব্যক্তি। বুধবার রাত আটটা নাগাদ শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় নৌকাঘাট ব্রিজের নিচ থেকে একটি দেশী আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ ২ জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশে নৌকাঘাট ব্রিজের নিচে অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল জায়গামত এসে ব্রিজের চারপাশ ঘিরে ফেলে। দুষ্কৃতীরা পালানোর আগেই অস্ত্র সহ ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃত দুজনের নাম বিপ্লব সরকার ও গোবিন্দ সাহা। দু’জনেই মেডিক্যাল সংলগ্ন কলমজোত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। আগ্নেয়াস্ত্র বিক্রি নাকি অন্য কোনও পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার জলপাইগুড়ি শহরে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে নাতে ধরা পড়ে এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নাইন এম এম পিস্তল সঙ্গে দুই রাউন্ড তাজা কার্তুজ। এদিন দুপুরে রাজবাড়িপাড়া এলাকায় রাজীব হাজরা ওরফে ফতে নামে এক যুবককে  আটক করে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত করেছিল কোতোয়ালি থানার পুলিশ। এইনিয়ে গত দুদিনে দুই শহর থেকে ২টি আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

About The Author