Siliguri: শখ করে পুষছিলেন স্বামী, স্ত্রীর ফেসবুক পোস্ট ডেকে আনল বিপদ, গ্রেপ্তার

স্ত্রীর ফেসবুক পোস্ট ডেকে আনল বিপদ। বাড়িতে কচ্ছপ পুষে গ্রেপ্তার হলেন স্বামী, ঘরে থাকা টিয়া পাখিও হাতছাড়া হল।

কথায় আছে, শখের দাম লাখ টাকা! শখ করে কচ্ছপ পুষছেন অ্যাকুরিয়ামে, সেই ছবি Social Media-য় দিয়েছিলেন স্ত্রী। সামাজিক মাধ্যমে ছড়াছড়ি হতেই নজরে পরে বনদপ্তরের। এরপর সেই ফেসবুকে পোস্টের সুত্র ধরে বাড়ি বয়ে এসে স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন বনকর্তারা।

একজোড়া কচ্ছপের সঙ্গে বাড়িতে পোষা একটি টিয়ে পাখিও নিয়ে গেল বনদপ্তর। স্ত্রীর সামাজিক মাধ্যমে শেয়ার করার বাতিক ডেকে আনল সর্বনাশ, গ্রেপ্তার হলেন স্বামীও।

ঘটনাটি শিলিগুড়ি সংহতি মোড় এলাকার। স্থানীয় বাসিন্দা বাপি দত্তের বাড়ি থেকে একজোড়া বিশেষ প্রজাতির কচ্ছপ উদ্ধার করলেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। রবিবার বিকেলে বাপি দত্তের স্ত্রী কচ্ছপ দুটি কিনেছেন বলে ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্ট দেখে নজরে আসে বনকর্তাদের।

রেঞ্জার সঞ্জয় দত্ত বাপি দত্তের বাড়িতে এসে হাজির হন ৭:০০ টা নাগাদ। প্রথমে অস্বীকার করলে ঘরে ঢুকে কচ্ছপদুটির হদিসতা।ন বনকর্তা। জানা গিয়েছে, কচ্ছপ দুটি ইন্ডিয়ান টেন্ট কার্টেল প্রজাতির। এই প্রাণীগুলি আটক বা শিকার করলে নন বেল সেকশন এবং সাত বছরের কারাদণ্ড হতে পারে। অগত্যা বাপি দত্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হল। তদন্ত চলছে।

About The Author