সিকিম: চোখের সামনে সহকর্মীকে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন খরস্রোতা নদীতে। সহকর্মীটিকে বাঁচিয়ে দিলেন, কিন্তু নিজে ভেসে গেলেন নদীর স্রোতে। মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল তরুণ অফিসারের। সেনায় যোগ দিয়েছিল মাত্র ৬ মাস আগেই।
সেনা সুত্রের খবর, গত ২২ মে সকালে ১১টা নাগাদ উত্তর সিকিমেএকটি রুট ওপেনিং পেট্রোল পরিচালনা করছিলেন সিকিম স্কাউটসের তরুণ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। সেই সময় তারই দলের এক সদস্য একটি কাঠের সেতু পার হওয়ার সময় পড়ে গিয়ে নদীর প্রবল স্রোতে হারিয়ে যান। কোনও কিছু না ভেবে সঙ্গে সঙ্গেই সহকর্মী জওয়ানকে বাঁচাতে নদীর প্রবল জলস্রোতে ঝাঁপ দেন শশাঙ্ক। আরও এক সৈনিক পুকার কাতেলও তাদের সাহায্যে এগিয়ে আসেন। তিনজনে মিলে স্টিফানকে বাঁচাতে সমর্থ হলেও নদীর প্রবল স্রোত সামলাতে না পেরে ভেসে যান শশাঙ্ক। অনেক চেষ্টা করেও তাঁকে আর জীবিত উদ্ধার করতে পারেননি সহকর্মীরা। আধঘন্টার চেষ্টার পর ৮০০ মিটার দূরে নদী থেকেই ওই ২৩ বছর বয়সী লেফটেন্যান্টের মৃতদেহ উদ্ধার হয়।
মাত্র ছয় মাস আগে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর সেনাবাহিনীর কাজে যোগ দিয়েছিলেন এই তরুণ অফিসার। বাড়িতে বাবা মা ও ছোট বোন রয়েছে। এত কম বয়সে তার এই চূড়ান্ত আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছেন সহকর্মীরা।

