Jalpaiguri: পাহাড়ে স্কাইওয়াকের কাজে গিয়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ৩

সংসার চালাতে বাইরে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না। সিকিমে স্কাইওয়াকের কাজ করতে গিয়ে ভূমি ধসে মৃত্যু হল দুই শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নামল বারোপেটিয়া অঞ্চলের বোদাগঞ্জ গ্রামে।

ঝাকুয়াপাড়া ও ধামিপাড়া গ্রামের ১১ যুবক সিকিমে গিয়েছিলেন কাজের সূত্রেই। গত ১৫ ডিসেম্বর সিকিমের পেলিং এলাকায় যান তাঁরা। সেখানে একটি স্কাইওয়াক নির্মাণের কাজ করছিলেন। শুক্রবার ধসে চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের, আহত আরও ৩। শনিবার ভোরে দেহ নিয়ে গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনেরা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর আচমকাই ধস নামে ওই এলাকায়। তাতেই চাপা পড়ে যান ৫ শ্রমিক। ধস সরিয়ে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ৩ জন এখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

এই ঘটনার পর বারোপেটিয়া অঞ্চলের উপপ্রধান কৃষ্ণ দাস জানান, পরিবারের পাশে রয়েছেন তাঁরা। ঘটনার পর থেকেই খোঁজখবর নেওয়া হয়েছে। মৃত ও আহতদের পরিবারকে যাতে সাহায্য করা যায় সেই ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।

About The Author