সিকিমের ছাতেনে ধস নেমে একটি সেনাক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়। নিখোঁজ ছয় জওয়ান। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ ধসটি নামে।
আটক পর্যটকদের উদ্ধার করতে তৎপর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা। পর্যটকদের উপদ্রুত এলাকা থেকে সরিয়ে আনতে বিকল্প পথ এবং উপায় খুঁজছে প্রশাসনও। তবে পর্যটকদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছেন লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যেরাও। উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় রবিবার রাত পর্যন্ত ব্যাপক বৃষ্টি হলেও সোমবার সকালে অনেক জায়গাতেই রোদের দেখা মিলেছে। তার পরেই উদ্ধারকাজ শুরু করা হয়। সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৮টি গাড়িতে ১০০-রও বেশি ফিরিয়ে আনা হয়েছে।

