Sikkim Accident: পাহাড় থেকে খাদে পড়ল গাড়ি! বিজেপি নেত্রীর স্বামী-দুই ছেলে সহ ১১ জন নিখোঁজ

উত্তর সিকিমে পাহাড় থেকে হাজার ফুট গভীরে তিস্তার জলে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। ঘটনায় সপরিবারে নিখোঁজ ওড়িশার এক বিজেপি নেত্রী। তাঁর স্বামী, দুই ছেলের সঙ্গে গাড়িতে থাকা মোট ১১ জনের খোঁজ নেই। এই ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, দাবি সূত্রের।

ওড়িশার ওই বিজেপি নেত্রীর পরিবারের পাশাপাশি রাজ্য এবং ত্রিপুরা থেকেও পর্যটকেরা ছিলেন। জানা গেল বৃহস্পতিবার রাতে মুনসিনথান যাওয়ার পথে পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় হাজার ফুট গভীর খাদে তিস্তার জলে পড়ে যায়।

স্পষ্ট কারণ জানা না গেলেও অনুমান করা হচ্ছে রাতে প্রবল কুয়াশা আর বৃষ্টির জন্যই রাস্তা বিপজ্জ‌নক হয়ে উঠেছিল। হয়তো চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর তারপরেই পাহাড়ি রাস্তা থেকে পিছলে পড়ে যায় খাদের দিকে। উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, পুলিশ।

About The Author