Rajganj PS: ক্রান্তি ফাঁড়ির নতুন ওসি হলেন ‘রাজগঞ্জের মেজোবাবু’

ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি হিসেবে পদোন্নতি পেলেন রাজগঞ্জ থানার এসআই মনসুরউদ্দিন। সোমবার থেকেই নতুন দায়িত্বে আসিন হতে চলেছেন তিনি। এদিকে, রাজগঞ্জ থানায় মনসুরউদ্দিনের জায়গায় ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুন দায়িত্ব সামলাতে আসছেন। জলপাইগুড়ি পুলিশের তরফে শনিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গিয়েছে, মনসুরউদ্দিন ২০২১-এর ২১ জুলাই রাজগঞ্জ থানায় এসআই হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে জলপাইগুড়ি পুলিশের মনিটরিং সেলের ওসি হিসেবে দায়িত্ব সামলেছেন। রাজগঞ্জ থানায় মেজোবাবু বলেই পরিচিত তিনি।

পুলিশের এই কর্তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের জুহুরি তালমা এলাকায়। রাজগঞ্জের কুকুরজান হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেছিলেন। ১৯৯৭ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। তারপর থেকে একাধিক দায়িত্ব সামলেছেন। মনসুরউদ্দিন রাজগঞ্জ থানায় সাব ইন্সপেক্টর হিসেবে প্রায় দু’বছর থাকলেন। এই সময়ের মধ্যে একাধিক তদন্তে নজরকাড়া সাফল্যের জেরে খবরে উঠে এসেছেন তিনি। এবারে তাঁর কর্মস্থল ক্রান্তি পুলিশ ফাঁড়িতে। তাঁর পদোন্নতিতে পরিচিত মহল এবং সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

About The Author