স্কুলে ‘হাম্বা-রাম্বা-কাম্বা পড়াব না, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াব’, বর্ধমানে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ধমানের এক জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “হাম্বা-রাম্বা-কাম্বা পড়াব না / এপাং-অপাং-ঝপাং পড়াব না, স্কুলে স্কুলে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াব।”

শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে শাসকদলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, তৃণমূলের একাধিক নেতা এই মন্তব্যকে ‘সাংস্কৃতিক অবমাননা’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত: বর্ধমান সভার ঠিক আগেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে তিনি মঙ্গলবার প্রকাশ করবেন তৃণমূল ছাত্র পরিষদের অন্তত ৫০ জন নেতার নাম, যাঁরা কলেজ ক্যাম্পাসে বিশেষ করে ছাত্রীদের টার্গেট করছেন বলে অভিযোগ। তিনি বলেন, “এই ‘ভাইপো গ্যাং’-এর দৌরাত্ম্যই আমাকে ২০২০ সালে তৃণমূল ছাড়তে বাধ্য করেছিল।”

তিনি আরও জানান, ৯ আগস্ট—আর.জি. কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার বর্ষপূর্তিতে—তিনটি মিছিল নবান্ন অভিমুখে যাবে, যার একটিতে নিহত চিকিৎসকের পরিবার থাকবে অগ্রভাগে।

তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং বলেন, “নারী নির্যাতনের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—শূন্য সহনশীলতা।”

এর আগেও মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। কখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা, কখনও বিধানসভায় মুখ্যমন্ত্রীর আচরণকে ‘কুরুচিকর’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

About The Author