প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর এই প্রথমবার মহাকাশে পারি দিচ্ছেন কোনও ভারতীয়। বুধবার বিকেল সাড়ে ৫টায় ইন্টারন্যাশনার স্পেস স্টেশনের দিকে তাদের নিয়ে রওনা হবে স্পেশএক্স-এর রকেট। প্রথমবার কোনও ভারতীয় মহাকাশচারী পা রাখতে চলেছেন। খুশির জোয়ার ভারতজুড়ে।
রাকেশ শর্মার পর এই প্রথমবার মহাকাশে পাড়ি দিচ্ছেন কোনও ভারতীয়। বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় ইন্টারন্যাশনার স্পেস স্টেশনে প্রথমবার কোনও ভারতীয় মহাকাশচারী পা রাখতে চলেছেন। মহাকাশচারী হিসেবে এবারের মিশনে অংশ নিয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
শুভাংশু শুক্লার এই অভিযান ভারতের কাছে অন্যতম বড় একটা ‘মাইলস্টোন’ হতে চলেছে।
ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ওই স্পেস স্টেশনে সুনীতা ইউলিয়ামসের যাতায়াত সবার জানা। কিছুদিন আগেই সেই অভিযান শেষ করে ফিরেছেন তিনি। সে ছিল এক দুঃসাহসিক কাণ্ড। তবে এবারে প্রথমবার মহাকাশ স্টেশনে যাচ্ছেন কোনও ভারতীয়।
২৮ ঘণ্টার ওই মিশন শেষ করে স্পেশ স্টেশনে পৌঁছবেন শুভাংশু সহ চার মহাকাশচারী। থাকবেন হাঙ্গেরি ও পোল্যান্ডের দুই মহাকাশচারীও। ফ্লোরিডায় নাসা-র ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে উড়বে সেই স্পেসক্রাফট।
বুধবার লঞ্চ হওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টার কাছাকাছি সময়ে স্পেশ স্টেশনে পৌঁছবে ওই স্পেসক্রাফট।
সঙ্গে খাবার হিসেবে কি কি নিচ্ছেন? শুভাংশু জানাল, তেল মশলা যুক্ত খাবার তো সেখানে নেওয়া যাবে না, তাই আমসত্ত্ব, গাজরের হলবা, মুগের হলবা ইত্যাদি নিয়ে যাবেন।
প্রসঙ্গত, কিছুদিন বাদেই ভারতের ‘গগনযান’ অভিযান রয়েছে। ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর সেই অভিযানের জন্যই শুভাংশু শুক্লা সহ চারজনকে ট্রেনিং দেওয়া হয়েছিল। গত আট মাস ধরে নাসায় একটানা ট্রেনিং নিয়েছেন তিনি। এরমধ্যে এই মিশনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন শুক্লা। স্পেশ স্টেশনে গিয়ে একাধিক গবেষণায় অংশ নেবেন তিনি।
চার দশক পর আবার তিনি নতুন স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয়দের। ভারতীয় বংশোদ্ভুত সুনীতা উইলিয়ামসের মহাকাশ অভিযান ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস কিছু কম ছিল না। আর এবার ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার অভিযানের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। মঙ্গলবার Axiom-4 মিশন লঞ্চ করার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা স্থগিত হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে বুধবার বিকেলে মহাকাশ পাড়ি দেবে Axiom-4।
লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা ১৬ বছর এয়ার ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজ করেছেন তিনি। এয়ার ফোর্সে তাঁর কর্মজীবনে ২ হাজার ঘণ্টা বিমান উড়িয়েছেন শুভাংশু শুক্লা। বায়ুসেনা অফিসার হিসেবে সুখোই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার থেকে হক, বিভিন্ন ধরনের যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখবেন তিনি।