এখনই ফিরছেন না শুভাংশু! মহাকাশে সময়সীমা বাড়ল শুক্লাদের

আজই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত। অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে ২৫ জুন তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেন এবং ২৬ জুন পৌঁছন মহাকাশে। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন মহাকাশচারী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৪ দিন পর অর্থাৎ ১০ জুলাই তাঁদের মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা ছিল।

তবে ইউরোপীয় স্পেস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মহাকাশচারী স্লায়োজ উজানস্কি ১৪ জুলাইয়ের পরে ফিরবেন পৃথিবীতে। NASA কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও অনুমান করা যাচ্ছে, শুভাংশুর দলে থাকা অন্যান্য সদস্যদেরও পৃথিবীতে ফিরে আসা এখনই হচ্ছে না।

এই দলের গবেষণা কর্ম বিশাল পরিসরে ছড়িয়ে রয়েছে—৩১টি দেশের সম্মিলিত ৬০টি প্রকল্পে কাজ হচ্ছে। শুভাংশু শুক্লা ISRO ও NASA’র যৌথ উদ্যোগে মাইক্রো-গ্র্যাভিটির অধীনে ৭টি বিষয়ে গবেষণায় নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের স্টোরেজ ফ্রিজারে সফলভাবে মুগ ও মেথির উৎপাদন করে তিনি মহাকাশ কৃষিতে নতুন দিগন্ত খুলেছেন।

এই গবেষণা শুধু বিজ্ঞানের অগ্রগতি নয়, তা ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। মাইক্রো-গ্র্যাভিটিতে খাদ্য উৎপাদনের সফলতা মহাকাশে দীর্ঘমেয়াদি মানব-বাসস্থান ও রিসোর্স ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুভাংশু শুক্লার এই মিশন তাই শুধুই ব্যক্তিগত সাফল্য নয়, এটি ভারতের বিজ্ঞানচর্চা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি স্মরণীয় অধ্যায়। তাঁর ফিরে আসার অপেক্ষা যেমন দীর্ঘতর হল, তেমনই বেড়ে চলেছে বিজ্ঞানপ্রেমীদের আগ্রহ আর গর্ব।

About The Author