সমুদ্রে হবে স্প্ল্যাশডাউন! কখন পৃথিবীতে ফিরছেন শুক্লারা? দেখুন

১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে ঘরে ফিরছেন শুভাংশু শুক্লারা। সোমবার বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সফলভাবে আনডকিং করে পৃথিবীতে নেমে আসছেন তাঁরা। আর কিছুক্ষণের মধ্যেই শুক্লা-সহ চার মহাকাশচারীর পৃথিবীতে প্রত্যাবর্তনের কথা।

নাসার কথায়, মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ তাদের মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার উপকূলে Splashdown করবে। শুভাংশুর পরিবার এবং গোটা পৃথিবীর অনুরাগিরা সুস্থ ভাবে তাঁদের ফিরে আসার জন্য প্রার্থনা করছেন। অধীর অপেক্ষায় ভারতীয়রা।

এই পর্যন্ত একাধিক গবেষণায় রত ছিলেন শুক্লারা। গত ২৬ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। অভিযানের সময় তারা পৃথিবীকে প্রদক্ষিণ করে ৬০ লক্ষ মাইলের বেশি পথ অতিক্রম করেছেন। শুক্লার হাত ধরেই ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসেও যুক্ত হয়েছে এক গৌরবময় অধ্যায়। ৪১ বছর আগে প্রথম ভারতীয়র মহাকাশ পরিক্রমার পর এবার শুক্লার প্রথম স্পেস ষ্টেশনে এন্ট্রি।

মহাকাশ স্টেশন ছাড়ার আগে একটি আবেগঘন বিদায় অনুষ্ঠানে শুভাংশু বলেন, “আমরা শীঘ্রই পৃথিবীতে দেখা করব।” আনডকের প্রায় ২২.৫ ঘণ্টা পর ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রে নামবে বলে আশা করা হচ্ছে। বিদায়ের আগে ভেতরে গাজরের হালুয়া খাইয়েও উদযাপন করেন তাঁরা।

মহাকাশ থেকে ফিরেই শুভাংশুকে সাত দিনের এক বিশেষ পুনর্বাসন পর্বের মধ্য দিয়ে যেতে হবে, যেখানে তাঁর দেহ আবার পৃথিবীর মাধ্যাকর্ষণে অভ্যস্ত হবে। সূত্রের খবর, এই পুনর্বাসনে চিকিৎসা, শারীরিক থেরাপি ও মানসিক বিশ্রামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

About The Author