রাজ্যে শুভাংশু শুক্লার নামে স্কলারশিপ ঘোষণা মুখ্যমন্ত্রী যোগীর

লখনউ: নাসার অ্যাক্সিয়ম-৪ মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সোমবার পরিবারের সঙ্গে মুখোমুখি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। লখনউতে এই সাক্ষাৎ ঘিরে ছিল উচ্ছ্বাস আর গর্বের আবহ। শুক্লার হাতে প্রভু শ্রীরামের মূর্তি তুলে দেন ইউপি-র মুখ্যমন্ত্রী।

যোগী ঘোষণা করেছেন, শুক্লার নামে একটি বিশেষ স্কলারশিপ চালু করা হবে, যাতে মহাকাশ প্রযুক্তি নিয়ে পড়তে চাওয়া ছাত্রছাত্রীরা উৎসাহ পায়। শুক্লা নিজেও জানিয়েছেন, “আমি ভাবিনি এত উচ্ছ্বাস দেখব। বাড়ি ফিরে ভালো লাগছে, মানুষের ভালোবাসা দেখে অভিভূত।”

এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন, তাঁকে অ্যাক্সিয়ম-৪ মিশনের প্যাচ উপহার দেন এবং মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি শেয়ার করেন। শুক্লার এই ঐতিহাসিক যাত্রা শুধু ভারত নয়, উত্তরপ্রদেশের জন্যও এক গর্বের অধ্যায় হয়ে উঠেছে।

About The Author