ISS থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন অ্যাক্সিয়ম-৪ মিশনের পাইলট শুভাংশু শুক্ল। উপহার দিলেন মহাকাশে উড়ানো ভারতের জাতীয় পতাকা। সাক্ষাৎ জুড়ে ছিল উষ্ণতা, গর্ব আর আবেগ।
নয়াদিল্লি: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station – ISS) থেকে ফিরে এসে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করলেন অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মহাকাশ অভিযানের পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল (Group Captain Shubhanshu Shukla) । দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ ছিল আবেগে ভরা, গর্বে মোড়া।
মোদী শুভাংশুকে উষ্ণ অভ্যর্থনা জানান। করমর্দনের পর তাঁকে জড়িয়ে ধরেন, কাঁধে হাত রেখে অভিনন্দন জানান। শুভাংশু তাঁর ট্যাবলেটে মহাকাশ যাত্রার কিছু ছবি দেখান প্রধানমন্ত্রীকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা দেখে দেশবাসীও গর্বিত।
সবচেয়ে উল্লেখযোগ্য ছিল শুভাংশুর উপহার—তিনি মোদীর হাতে তুলে দেন ভারতের জাতীয় পতাকা (Indian National Flag), যা তিনি নিজে ISS-এ নিয়ে গিয়েছিলেন। সেই তেরঙ্গা মহাকাশে ভেসে ছিল, আর এবার তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে তিনি যেন দেশের গর্বকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন। সঙ্গে ছিল অ্যাক্সিয়ম-৪ মিশনের অফিসিয়াল ‘মিশন প্যাচ’ (Mission Patch), যা স্মারক হিসেবে উপহার দেন তিনি।
শনিবার গভীর রাতে আমেরিকা থেকে ভারতে ফিরেছেন শুভাংশু। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh) এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) । তাঁর বাবা শম্ভু দয়াল শুক্ল এবং বোন শুচি মিশ্রাও লখনউ থেকে এসে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান।
এই সাক্ষাৎ শুধু একজন নভশ্চরের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা নয়—এটি ছিল ভারতের মহাকাশ অভিযানে এক ঐতিহাসিক অধ্যায়ের সম্মাননা। শুভাংশুর হাতে মহাকাশে উড়ানো তেরঙ্গা দেখে যেন গোটা দেশই গর্বে ভরে উঠল।