আইসিইউ থেকে বার করা হল শ্রেয়স আয়ারকে, অবশেষে স্বস্তির খবর!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার (Shreyas Iyer)। অ্যালেক্স ক্যারের ক্যাচ নিতে গিয়ে পাঁজরে সজোরে ধাক্কা খেয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়।

সঙ্গে সঙ্গে তাঁকে সিডনির হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউ(ICU)-তে রাখা হয় পর্যবেক্ষণের জন্য। দু’দিনের চিকিৎসার পর সোমবার শ্রেয়সকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, তাঁর প্লীহায় ক্ষত ধরা পড়েছে, তবে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং অবস্থা স্থিতিশীল।

বোর্ডের তরফে চিকিৎসক রিজওয়ান খান তাঁর পাশে রয়েছেন। তাঁর কয়েকজন বন্ধু ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন, এবং জরুরি ভিসা পেলে বাবা-মাও সিডনিতে পৌঁছবেন বলে জানা গেছে।

তবে কবে দেশে ফিরবেন শ্রেয়স, তা এখনও অনিশ্চিত। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনায় ক্রিকেট মহলে উদ্বেগ ছড়ালেও আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর অনুরাগীরা।

About The Author