Belakoba: ভোরের আলোয় ‘গুড মর্নিং রাইড’ শ্রেয়ান্স টিভিএস-এর

বেলাকোবা: ‘গাড়ি চালান সাবধানে!’ রাস্তা ঘাটে সাবধানে বাইক চালানোর বার্তা দিতে ‘গুড মর্নিং রাইড’-এর আয়োজন করল বেলাকোবার শ্রেয়ান্স টিভিএস। ছুটির সকালে গজলডোবা ভোরের আলো ভ্রমন এবং সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার শোভা চাক্ষুষ করলেন বাইক রাইডাররা। বেলাকোবার ওই  শোরুমের পক্ষ থেকে ছিল বিশেষ ব্যবস্থাও।

রবিবার সকাল প্রায় ৩৫টি স্কুটি ও বাইক নিয়ে বেলাকোবা থেকে গজলডোবা ভোরের আলো পর্যন্ত একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। সকাল ১০টায় শুরু হয় রাইড। গেটবাজার-গজলডোবার ক্যানাল রোড ধরে এগিয়ে চলা। এরপর এই র‍্যালি গজলডোবা ঘুরে বেলা ১টায় ফিরে আসে বেলাকোবায়।

কর্তৃপক্ষের তরফে নরেশ সিং জানিয়েছেন, শ্রেয়ান্স টিভিএস শোরুমের তরফে তাদের গ্রাহকদের নিয়ে গুড মর্নিং রাইড করা হল। মূলত রাস্তা ঘাটে সাবধানে বাইক চালানোর বার্তা দেওয়া হয়েছে। প্রত্যেককে হেলমেট পরে এবং সুরক্ষিত স্পিড লিমিট বজায় রেখে বাইক র‍্যালিতে অংশ নিয়েছেন। রাজগঞ্জ, বেলাকোবা ছাড়াও ময়নাগুড়ি থেকেও অনেকেই এই রাইডে অংশ নিয়েছিলেন। প্রত্যেককে উৎসাহিত করতে কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থাও করা হয়।

About The Author