নয়াদিল্লি: ভরা এজলাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বার কাউন্সিল। তাঁর আইনজীবী হিসেবে কাজ করার লাইসেন্স আপাতত বাতিল করা হয়েছে। ফলে দেশের কোনও আদালত বা ট্রাইব্যুনালে তিনি আর কাজ করতে পারবেন না।
ঘটনাটি ঘটে সোমবার, একটি মামলার শুনানির সময়। আচমকাই রাকেশ কিশোর জুতো ছুড়ে মারেন বিচারপতির দিকে এবং চিৎকার করে বলেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” জানা যাচ্ছে, কিছুদিন আগে একটি বিষ্ণু মূর্তি পুনরুদ্ধার সংক্রান্ত মামলায় বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই প্রতিবাদ।
বার কাউন্সিল অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিস পাঠাবে এবং ১৫ দিনের মধ্যে জবাব চাওয়া হবে। দিল্লি বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য। প্রধান বিচারপতি ঘটনার পরও শুনানি চালিয়ে যান, বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না।”