তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, চোখের নিমিষে ধুলোয় মিশে গেল দু’কোটি টাকার বিল্ডিং। জানা গিয়েছে, ওই বহুতলে দু’টি ব্যাঙ্ক ছিল। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। অমরনাথে বিপত্তির মাঝেই হিমাচল প্রদেশের শিমলা থেকে বড়সর বিপদের ছবি সামনে এল। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার দুপুর ১২টা নাগাদ ভেঙে পড়ে ওই বাড়িটি। এর জেরে প্রায় দু’কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেঙে পড়ার আগে বহুতলটি ফাঁকা করে দেওয়া হয়েছিল। সে কারণেই প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন।
#WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town in Shimla amid heavy rainfall. The building was already vacated by the local administration pic.twitter.com/FiJbCLty9r
— ANI (@ANI) July 9, 2022
মালদা: একটানা কেদেই চলেছেন গৃহবধূ, তাঁর অভিযোগ, বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই তাড়িয়ে দিয়েছে স্বামী! যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ি লোকেরাও অত্যাচার করছে বলে অভিযোগ। স্ত্রীর মর্যাদা ফেরত চেয়ে ধরনায় বসে পড়লেন ওই মহিলা। এদিকে, অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকেরা বলছেন, সবই মহিলার নাটক; এমন কিছুই ঘটেনি। মালদার হরিশচন্দ্রপুরে দেখা গেল এই দৃশ্য।