সীমান্তে নজরদারিতে রাশিয়ার ‘শ্যামান’—কুচলিবাড়িতে BSF-এর হাতে এল অল-টেরেন ট্যাংকার

জলপাইগুড়ি: ভারত–বাংলাদেশ সীমান্তে নজরদারিতে এবার নতুন চমক বিএসএফ-এর। এবার জল কাদার মধ্যে দিয়েও ছুটে যাবে বাহিনী, কুচলিবাড়ি সিমান্‌তে BSF-এর হাতে এল অল-টেরেন ট্যাংকার।

মেখলিগঞ্জের অর্জুন ক্যাম্প সীমা চৌকিতে এসে পৌঁছল রাশিয়ার তৈরি আধুনিক অল-টেরেন ট্যাংকার ‘আভতোরাস শ্যামান ৮x৮’। জল, কাদা, পাথুরে পথ কিংবা দুর্গম ভূখণ্ড—সব ধরনের পরিবেশে চলতে সক্ষম এই বিশেষ যানটি সীমান্ত নিরাপত্তায় যুক্ত করছে নতুন মাত্রা।

BSF সূত্রে জানা গেছে, এই ট্যাংকারের সঙ্গে রাশিয়া থেকে এসেছেন তিনজন বিশেষজ্ঞ কর্মী, যারা বিএসএফ জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছেন গাড়ির কার্যক্ষমতা ও ব্যবহারিক দিক নিয়ে। সীমান্তে নজরদারির ক্ষেত্রে বর্ষা বা প্রতিকূল আবহাওয়ায় যেখানে সাধারণ যানবাহন কার্যত অচল, সেখানে ‘শ্যামান’ হতে পারে কার্যকর বিকল্প।

কুচলিবাড়ি সীমান্ত বরাবর দীর্ঘদিন ধরেই নজরদারির চ্যালেঞ্জ রয়েছে। এই প্রযুক্তিগত সংযোজন সীমান্ত রক্ষায় BSF-এর সক্ষমতা বাড়াবে বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

About The Author