ঢাকায় শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে পুলিশ সতর্ক অবস্থানে, যানচলাচল কম। আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা, জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় রায় ঘোষণার।
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে।
রায়কে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে; পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় যানচলাচল স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে।
আদালত প্রাঙ্গণ ও আশপাশে সেনা, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে, আর সাধারণ মানুষকে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। রায়ের আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় পুলিশের বাধায়।
এদিকে, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ট্রাইব্যুনালের রায় ঘোষণার জন্য।

