ভোট বয়কটের ডাক! আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে দেশে ফিরবেন না, জানালেন হাসিনা

নয়াদিল্লিতে ‘নির্বাসিত’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না।

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়েন হাসিনা। বর্তমানে ভারতের রাজধানীতে বসবাস করছেন তিনি। তাঁর দাবি, নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অযৌক্তিক নয়, গণতন্ত্রের পরিপন্থীও।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস। তাঁর নেতৃত্বে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করেছে, এবং দলীয় কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। হাসিনা বলেন, “আমরা অন্য দলকে ভোট দিতে বলছি না, কিন্তু চাই সাধারণ বোধ কাজ করুক—আমরা যেন নিজেরা ভোটে দাঁড়াতে পারি।”

২০২৪ সালের নির্বাচনে হাসিনা চতুর্থবার ক্ষমতায় আসেন, যদিও সেই ভোটে প্রধান বিরোধীরা অংশ নেয়নি। বর্তমানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ছাত্র আন্দোলনে প্রায় ১,৪০০ জন নিহত হন। হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার।”

তিনি জানান, দেশে ফিরতে চান, তবে শর্ত একটাই—আইন, সংবিধান ও গণতন্ত্রের সুরক্ষা। তাঁর মতে, আওয়ামী লীগ ভবিষ্যতে সরকারে থাকুক বা বিরোধী দলে, দেশের রাজনীতিতে তাদের ভূমিকা অপরিহার্য।

About The Author