টানা চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন শেখ হাসিনা। সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তাঁর দল আওয়ামী লিগ। জয়ের শুভেচ্ছা জানাল ভারত সহ প্রতিবেশী দেশগুলি। এবারের ভোটে জয় পেয়ে রেকর্ড গড়লেন হাসিনা। বিশ্বে সর্বাধিক ক্ষমতায় থাকা মহিলা রাষ্ট্র প্রধান হিসেবে রেকর্ড তৈরি করলেন হাসিনা।
ভোটে জিতে সাংবাদিকদের বৈঠকে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, দেশের মানুষের জন্য তিনি মায়ের মত। তাঁর দেশকে মায়ের মতই স্নেহ করে যাবেন তিনি। বরাবরই ভারতের প্রশংসা করেন শেখ হাসিনা। এবারও ভোটে জয় পেয়েই ভারতের কথা স্মরণ করলেন তিনি।
বাংলাদেশে আবারও শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন শুনে বিজয় উৎসবে মেতে উঠলেন এপার বাংলার সীমান্ত এলাকার মানুষজন।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি অঞ্চলের মানুষ শেখ হাসিনার জয়ের আনন্দে অকাল হোলি খেলায় মেতে উঠলেন। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামে সোমবার সকাল থেকেই উৎসবের ছবি ধরা পড়ল। আনন্দ উৎসবের কারন জানাতে গিয়ে গ্রামবাসীরা বলেন, প্রতিবেশী দেশে পুনরায় ভারতের বন্ধু সরকার ক্ষমতায় এসেছে। এই সুখবরে সবাই আনন্দিত। তাই অকাল আবির খেলায় মেতেছেন সকলে।
প্রসঙ্গত, টানা চতুর্থবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। ওপার বাংলায় বিপুল ভোটে জয় পেয়েছে আওয়ামী লিগ।