বুকে মমতার ছবি, মুখে জয় বাংলা! পায়ে হেঁটে কালীঘাটে চলেছেন ডুয়ার্সে‌র শঙ্কর

জলপাইগুড়ি: বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি, মুখে তাঁরই জয়গান। ডুয়ার্স‌ থেকে পায়ে হেটে কালীঘাটে যাচ্ছেন বানারহাটের বাসিন্দা শঙ্কর ভট্টাচার্য। দিদির সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানাবেন তিনি। মমতার উন্নয়নের ১১ বছরে অভিভূত হয়েই এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শঙ্করবাবু। তাঁর কথায়, বাংলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তাঁর জন্য তাকে ধন্যবাদ জানানো উচিৎ। সেই উদ্দেশেই ডুয়ার্স‌ থেকে সুদূর কালীঘাটে পায়ে হেটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে চলেছেন শঙ্করবাবু।

তিনি এর আগেও দূর দুরান্তে পথ পায়ে হেটে পারি দিয়ে আলচনায় উঠে এসেছিলেন। এবারে উন্নয়নের ১১ বছর উপলক্ষ্যে পদব্রজে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে চলেছেন। এর জন্য তাও অন্তত ২০দিন সময় লাগবে তাঁর। আগামীতে পায়ে হেটেই এভারেস্ট জয়ের সংকল্প রয়েছে তাঁর। বানারহাটে বিন্নাগুড়ি অঞ্চলের বাসিন্দা শঙ্করবাবুর বয়স এখন ৪৬। তিনি মূলত ব্যবসা করেন। গত ২০ বছর ধরে রোজ নিয়ম করে পথ হাঁটেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে রাজগঞ্জে প্রবেশ করতেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে শঙ্করবাবুর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, শনিবার দিনের শুরুতে রাজগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে ইয়াসিন আলি শঙ্করবাবুকে সংবর্ধনা জানান এবং সাথে কিছু জলখাবার হাতে তুলে দিয়েছেন।

About The Author