Shane Warne died: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নের

প্রয়াত শেন ওয়ার্ন। মৃত্যুকালে বয়স ছিল মাত্র ৫২ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের। সম্প্রতি তাইল্যান্ডে নিজের বাংলোয় ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। বাংলোতে অচৈতন্য অবস্থায় ওয়ার্নকে উদ্ধার করা হয়। চিকিৎসকেরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেনি।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের প্রয়াণে দুঃখপ্রকাশ করে টুইট করেছিলেন শেন ওয়ার্ন। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তবে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণের সংবাদে হতবাক ক্রিকেট জগত। তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা।

 

About The Author