নয়াদিল্লি: রাজ্যের বাবরি মসজিদ ইস্যুতে সংসদে তীব্র সুরে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য।
শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় তিনি দাবি করেন, মালদার ঐতিহাসিক স্থাপনা আসলে ‘আদিনা মসজিদ’ নয়, বরং ‘আদিনাথ মন্দির’। তাঁর বক্তব্যে উঠে আসে, “যেখানে বাবরি মসজিদ বানাতে চাইছে, সেখানে আগে আদিনাথ মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নথিতেও তার প্রমাণ রয়েছে।”
শমীক আরও বলেন, “এটা শুধু বাবর আর রামের লড়াই নয়, এটা ভারতের সংস্কৃতি বাঁচানোর লড়াই। আমরা ইতিহাসকে মুছে দিতে পারি না, সংস্কৃতিকে মুছে দিতে পারি না।” তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জমি রক্ষার আবেদন জানান।
তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতর শুরু হয়েছে। বিরোধীরা বলছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ইস্যু উসকে দিচ্ছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, ইতিহাসের সত্য সামনে আনা হচ্ছে। রাজ্যসভায় শমীকের এই বক্তব্য বাবরি মসজিদ বিতর্ককে আরও উসকে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

