Shakib Al Hasan: আর টি২০ খেলবেন না, অবসরের সিদ্ধান্ত সাকিবের

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্টে মাঠে নামার আগের দিন সাংবাদিক সম্মেলনে জানালেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে ফাইনাল ম্যাচ খেলার পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা তার। কোনও কারণে সেই ম্যাচ না হলে ভারতের বিরুদ্ধে আসন্ন দ্বিতীয় টেস্ট ম্যাচই হবে তার শেষ ম্যাচ। তিনি বলেন, ‘আমি মিরপুরে আমার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছি, যদি তা না হয়, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হবে আমার শেষ ম্যাচ।’

ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতেই শেষ ওয়ানডে ক্রিকেট খেলার কথা সাকিবের।

টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের একটি অসাধারণ ক্যারিয়ার রয়েছে। এখন পর্যন্ত ৭০টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তার ব্যাটিং রেকর্ডে রয়েছে পাঁচটি শতরান ও ৩১টি অর্ধশতক। ব্যাটিং কৃতিত্বের পাশাপাশি বল হাতেও সফল সাকিব। তিনি ২৪২টি উইকেট নিয়েছেন।

About The Author