সৌদি আরবে একটি ছবির শ্যুট শেষ করে মক্কায় গেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর উমরাহ করার একাধিক ফোটো আর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটমাধ্যমে ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে মুখে মাস্ক এবং হজের জন্য সাদা পোশাক পরে আছেন শাহরুখ। তাঁর সঙ্গে সম্ভবত তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন রয়েছেন। নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন একজন সৌদি সাংবাদিক। তাতে কমেন্ট করে অনেকেই বলিউডের বাদশার জন্য দোয়া প্রার্থনা করেছেন। হজ করে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যান কিং খান।
Bollywood Actor Shah Rukh Khan @iamsrk performed Umrah in #Mecca today.
May Allah swt accept his umrah, Ameen. #ShahRukhKhan@SRKUniverse pic.twitter.com/vPTKUSwKE6
— سعود حافظ | Saud Hafiz (@saudrahman27) December 1, 2022
তবে এর আগেও বলিউডের অনেকেই গিয়েছেন মক্কায়। আমির খান থেকে শুরু করে দিলীপ কুমার, একাধিক বলিউড তারকাকে হজ আর উমরাহ করতে দেখা গিয়েছে।

