মিনাখাঁ: সন্দেশখালিতে ফের চাঞ্চল্য। বুধবার সকালে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন। নিহতদের মধ্যে রয়েছেন শাহজাহান শেখের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের কনিষ্ঠ পুত্র সত্যজিৎ ঘোষ এবং গাড়িচালক শাহানুর মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তী হাইওয়েতে তাঁদের গাড়িকে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে। সংঘর্ষে গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যজিৎ ও চালকের। গুরুতর আহত হন ভোলা ঘোষ ও আরও একজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
ভোলা ঘোষের দাবি, সন্দেহজনকভাবে তাঁদের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে। তাঁর জ্যেষ্ঠপুত্র বিশ্বজিৎ সরাসরি অভিযোগ করেছেন, জেলবন্দি প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহানের নির্দেশে এই হামলা হয়েছে। তিনি স্থানীয় দুইজনের নামও উল্লেখ করেছেন।
যদিও পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রাকচালক পলাতক। মৃতদের পরিবার দাবি করছে, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র। ফলে শাহজাহানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়।

