আক্রামুল-গোবিন্দের পর এবার শাহানুর-তোফায়েল! খগেন কাণ্ডে গ্রেপ্তার মোট ৪

নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় ফের গ্রেপ্তার দুই অভিযুক্ত—শাহানুর আলম ও তোফায়েল হোসেন। রাত ৩টায় ধরা পড়ে।

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় জলপাইগুড়ি জেলা পুলিশ আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ধৃতদের নাম শাহানুর আলম ও তোফায়েল হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে, প্রায় ৩টা নাগাদ নাগরাকাটা এলাকা থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

এই নিয়ে হামলার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হল। এর আগে আক্রামুল হক ও গোবিন্দ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, শাহানুর ও তোফায়েল সরাসরি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে নাগরাকাটা থানায় দায়ের হওয়া মামলা নম্বর ১৪০/২০২৫ অনুযায়ী তদন্ত চলছে।

এই মামলায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও SC/ST (POA) Act 1989-এর ধারাও প্রয়োগ করা হয়েছে।

দেখুন সেই ভিডিও

 

About The Author