Shah Rukh Khan: লতার শেষকৃত্যে কিং খানের ‘থুতু’! না কারও চক্রান্ত? জানুন আসল ঘটনা

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধা জানানোর সময় অভিনেতা শাহরুখ খান কি থুথু ছেটালেন? লতাজিকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের সময় কিং খানের বিশেষ দুয়া’র কায়দা দেখে অনেকেই এমন মারাত্মক অভিযোগ তুলেছিলেন। বিশেষ করে এই ছবি সামনে তুলে ধরে থুথু ছেটানোর অভিযোগ করা হয়েছে এক বিজেপি নেতার তরফ থেকে। এরপরই এক অংশের মানুষ সেই বিষয়টিকে নিয়ে দিনভর বিতর্কে সুর চড়িয়েছেন।

তবে জবাব মিলেছে কিং খানের অনুরাগীদের তরফেই। মুসলিম ধর্মে দুয়া প্রার্থনার সময় ফুঁ দেওয়ার রীতি আছে। এককথায় বলতে গেলে প্রিয় মানুষটির জন্য দোয়া চাইতে গিয়ে এই প্রক্রিয়ায় তাঁর অমঙ্গল দূরীকরণের কামনা করা হয়। টিভির পর্দায় প্রথমে এই ছবি দেখে পরে সেটাকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে কিছু মানুষ চক্রান্তের চেষ্টা করেছেন বলেই অভিমত শাহরুখ অনুরাগীদের।

প্রসঙ্গত, রবিবার সকালে প্রয়াত হয়েছেন লতাজি। সন্ধ্যায় তাঁর অন্তিম সংস্কার সম্পন্ন হয়। এদিন বিকেলে শাহরুখের তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিশিষ্ট জনেরা। সেই মুহূর্তে কিং খানের শ্রদ্ধাজ্ঞাপনের সেই ভিডিও আলাদা করে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শাহরুখের ওই মুখভঙ্গি নিয়েই শুরু হয় বিতর্ক। অরুণ যাদব নামের এক বিজেপি নেতা টুইটারে শাহরুখের দোয়া প্রার্থনার সেই ভিডিও শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’ আসলে মুসলমান সম্প্রদায়ের রেওয়াজ মেনে লতার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন সুপারস্টার। মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন তিনি। থুথু ছেটাননি।

About The Author