আরজি কর ঘটনার প্রতিবাদ করা নিয়ে SFI-TMCP ছাত্রদের সংঘর্ষ, মালদায় ধুন্ধুমার কাণ্ড!

মালদা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ করা নিয়ে কলেজ প্রাঙ্গনে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের হাতাহাতি, একে অন্যকে মারধরের অভিযোগ। প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতেই মেজাজ হারায় তৃণমূলের ছাত্ররা। সেই নিয়ে দীর্ঘক্ষণ চলে বাদানুবাদ। ছাত্ররা ভুলেই গেল, তারা সেখানে কিসের জন্য প্রতিবাদ করতে এসেছিল। পরিস্থিতি সামলাতে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। এমনি কাণ্ড ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে।

জানা গেল, এদিন এই কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ সভাটির আয়োজন করা হয়েছিল। বাম ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড। এই ঘটনায় তারা রাজ্য সরকারকে দায়ী করে স্লোগান তোলে ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এই শুনেই মেজাজ বিগড়ে যায় তৃণমূল ছাত্রদের। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে কটুক্তি করে এমন রাজনৈতিক প্রতিবাদ করা যাবে না। আর এই নিয়েই রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বাম ছাত্র সংগঠনকে সেখানে প্রতিবাদ সভা করতে না দেওয়া হলে তাদের নিয়ে সিপিএম নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর একটি প্রতিবাদ মিছিল করে। TMCP-র পক্ষ থেকে বলা হয়, আগামীকাল তারা তাদের মত করে প্রতিবাদ করবে।