সেবকে ধস, ফের স্তব্ধ সিকিমের লাইফলাইন! ১০ নম্বর জাতীয় সড়কে থমকে পাহাড়ের গতি

শিলিগুড়ি: ভোরের অন্ধকারে পাহাড়ের গর্জনে থমকে গেল সিকিমের প্রাণরেখা। সেবক করোনেশন ব্রিজের কাছে ফের ধস, আর তাতেই বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিমে যাওয়ার প্রধানতম এই পথটি আবারও স্তব্ধ, পাহাড়ি বৃষ্টির দাপটে।

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে শনিবার সকালে ধসে ঢেকে যায় রাস্তার একটি বড় অংশ। পাথরের আকার এতটাই বিশাল যে, যান চলাচল পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের অন্যান্য অংশেও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে ধস না সরানো পর্যন্ত পূর্ণ চিত্র পাওয়া সম্ভব নয়।

কালিম্পং জেলা প্রশাসন ইতিমধ্যেই বিকল্প পথের পরামর্শ দিয়েছে—লাভা ও গরুবাথান হয়ে সিকিমে পৌঁছনোর রুট। তবে এই পথ ঘুরপথে, সময়সাপেক্ষ এবং পাহাড়ি ঝুঁকি নিয়েই। কয়েক দিন আগেই তিস্তার গর্ভে তলিয়ে গিয়েছিল শ্বেতীঝোড়ার কাছে রাস্তার একাংশ। সেই ধাক্কা সামলে ১৫ আগস্ট ফের চালু হয়েছিল NH-10, কিন্তু পাহাড়ের অনিশ্চয়তা আবারও থামিয়ে দিল সেই গতি।

এই ধস শুধু রাস্তা বন্ধ করে দেয়নি, থমকে দিয়েছে পর্যটন, ব্যবসা এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন। পাহাড়ের বুকে আবারও প্রশ্ন—কবে স্থায়ী সমাধান?

About The Author