স্থায়ী চাকরির টোপ দিয়ে শ্লীলতাহানি! রাজ্যপালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার

কলকাতা: স্থায়ী চাকরির টোপ দিয়ে শ্লীলতাহানি! রাজ্যপালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন রাজভবনের এক মহিলা কর্মচারী।

পুলিশের কাছে লিখিত অভিযোগে জানা গেছে, ২০১৯ সাল থেকে এক মহিলা সেখানে কাজ করছিলেন। তাঁকে এদিন সন্ধ্যায় ডেকে পাঠান রাজ্যপাল বোস। চাকরির স্থায়ীকরণের কথা বলে মহিলার সঙ্গে কুরুচিকর ব্যবহার করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে মহিলা লিখিত অভিযোগ দায়ের করে মহিলা জানান, ঘটনার সূত্রপাত গত ২৪ এপ্রিল। রাজ্যপাল ওইদিন নিজের চেম্বারে ডেকে পাঠান। সেখানে রাজ্যপাল তাঁর চাকরীর বিষয়ে খোঁজ খবর নেন। তাঁকে পাকাপাকি ভাবে চাকরী পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। এরপরেই তাঁর সঙ্গে অত্যন্ত কুরুচিকর ব্যবহার শুরু করেন রাজ্যপাল। মহিলা ভয় পেয়ে যান রাজভবন ছেড়ে বেরিয়ে আসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফের তাঁকে রাজভবনে নিজের চেম্বারে ডাকেন রাজ্যপাল। ফের একই ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনা আগেই সুপারভাইজারকে তিনি জানিয়েছিলেন। কিন্তু এদিন রাজ্যপালের চেম্বারে মহিলা যাওয়ার পরেই রাজ্যপাল ওই সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন বলে দাবি। তারপরই মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন রাজ্যপাল। এরপরেই মহিলা রাজ্যপালের কেবিন থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে পুলিশের আউট পোস্টে গিয়ে হাজির হন। তাঁর অভিযোগ শুনেই এক মহিলা পুলিশ আধিকারীক গাড়ি নিয়ে রাজভবনে ছুটে আসেন। সেই গাড়িতেই ওই মহিলা রাজভবন থেকে হেয়ারস্ট্রিট থানায় আসেন। এবং গোটা ঘটনা লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন মহিলা। তবে রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের হলেও পদে থাকাকালীন পুলিশ এখনই তাঁর বিরুদ্ধে কোনও আইনী প্রক্রিয়া শুরু করতে পারবেন না বলেই খবর। কারণ, আইন অনুযায়ী রক্ষাকবচ পেয়ে থাকেন কর্মরত রাজ্যপাল ও রাষ্ট্রপতি। কোনও কর্মরত রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও রকম ফৌজদারী অভিযোগ দায়ের করা যায় না।

About The Author