ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সারজিও গোর: ট্রাম্পের ‘ছায়াসঙ্গী’ পেলেন কূটনৈতিক দায়িত্ব

হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর পদে থাকা সারজিও গোর এবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত। দক্ষিণ ও মধ্য এশিয়ায় প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, “সারজিও ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ করবেন। সেই সঙ্গে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্য এশিয়ায়।” বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর পদে রয়েছেন সারজিও গোর। ট্রাম্পের মতে, “সারজিও এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় ৪ হাজার জনকে নিয়োগ করেছেন। আমাদের দপ্তর এবং সংস্থাগুলি প্রায় ৯৫ শতাংশ পূর্ণ।”

ট্রাম্প আরও বলেন, “সারজিও আমার খুব ভাল বন্ধু। বহু বছর ধরে উনি আমার পাশে আছেন। আমার হয়ে নির্বাচনি প্রচারে ছিলেন। আমার সর্বাধিক বিক্রিত বই প্রকাশ করেছেন। আমাদের আন্দোলনকে সমর্থন করে অনেক কাজ করেছেন।”

এই নিয়োগকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ, সারজিও গোর একজন রাজনৈতিক অপারেটর, কূটনৈতিক নয়। তাঁর নিয়োগে স্পষ্ট, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে।

প্রসঙ্গত, সারজিও গোরের নাম একসময় বিতর্কেও জড়িয়েছিল। ইলন মাস্কের সঙ্গে মতবিরোধের জেরে মাস্ক তাঁকে ‘সাপ’ বলে উল্লেখ করেছিলেন। সেই সময় হোয়াইট হাউসের একটি পদ থেকে ইলন মাস্ক পদত্যাগ করেন।

ভারত এবং দক্ষিণ-মধ্য এশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকা’ বলে উল্লেখ করে ট্রাম্প জানিয়েছেন, এই অঞ্চলের জন্য এমন কাউকে নিয়োগ করা প্রয়োজন ছিল, যাঁকে চোখ বন্ধ করে ভরসা করা যায়।

About The Author