সরকারি মদের দোকানে স্কুলড্রেস পরা ছাত্রীরা! মধ্যপ্রদেশের ভিডিও ঘিরে হইচই

স্কুলড্রেসে মদ কিনছে নাবালিকারা! CCTV ফুটেজ ভাইরাল হতেই প্রশাসনিক তৎপরতা, তদন্তে পুলিশ। মধ্যপ্রদেশের মণ্ডলার নৈনপুরে একি কাণ্ড! মিশ্র প্রতিক্রিয়া নেট নগরে।

ভিডিয়োতে দেখা যায়, স্কুলের পোশাক পরা কয়েকজন কিশোরী দোকানে ঢুকে সহজেই মদের বোতল কিনে বেরিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসন ও পুলিশ তদন্তে নেমেছে, এবং আবগারি দপ্তর দোকানটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

SDM জানিয়েছেন, দোকানদার নাবালিকাদের বয়স যাচাই না করেই মদ বিক্রি করেছেন, যা আবগারি আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

জেলা কালেক্টর তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে—ছাত্রীরা কোন স্কুলের, কীভাবে স্কুলড্রেসে এমন কাজ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

About The Author