বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় জখম স্কুলছাত্রী, অবরোধ স্থানীয়দের

রাজগঞ্জ: টিউশন থেকে পড়ে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম ক্লাস সেভেনের এক ছাত্রী। ক্ষোভে ডাম্পার আটকে দিলেন গ্রামবাসীরা/ টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সুর চড়ালেন স্থানীয়রা। বৃহস্পতিবার  ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি-চেউলিবাড়ি পাকা রাস্তায়। প্রায় ঘণ্টা দুয়েক চলে বিক্ষোভ। ওই রাস্তায় ডাম্পার যাতে না চলে, সেই দাবি জানানো হয়। 

আহত স্কুল ছাত্রীর নাম রিয়া রায়। এদিন টিউশনি থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয়। তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, ঘাতক ডাম্পারটি পালিয়ে যায়। ঘটনার পর আমবাড়ি-চেউলিবাড়ি পাকা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি ওই রাস্তায় চলাচলকারী ডাম্পার গুলিকে আটকে দেয়।

দু’ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা নিজেদের দাবিতে অনড় থাকে। অবশেষে পুলিশ লাঠি উচিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি একজন অবরোধকারী সহ কয়েকটি বাইক আটক করে পুলিশ।

About The Author