‘ক্ষমতায় এসে বিশাল পাগলাগারদ বানাব, তাতে তৃণমূল নেতাদের পুরব’: সায়ন্তন বসু

‘আগামী ২ মে ক্ষমতায় এসে বিশাল পাগলাগারদ বানাব, সেখানে তৃণমূল নেতাদের পুরব’, এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু। তিনি আরও বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীকে দেখে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের চিকিৎসার প্রয়োজন।’ ঙ্গলবার মালদা বিধানসভার ঝন্টু মোড় এলাকায় ‘চায় পে চর্চা’ কর্মসূচতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু।

মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সরকার যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই এলাকায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচীর আয়োজন করে বিজেপি। তাদের অভিযগ, প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রয়েছে। এই অভিযোগ তুলে সায়ন্তন বসু বলেন, ‘পুলিশ এখনও তদন্ত করে দোষীকে খুঁজে বের করতে পারেনি।’