জেরায় সন্তুষ্ট নয় ইডি, বুধবার ফের তলব সায়নীকে

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব কড়া হল সায়নীকে। শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ধরে দফায় দফায় জেরা করেছে ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, তাঁদের অনেক প্রশ্নের উত্তরই দেননি যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সায়নীর উত্তরে ইডি আধিকারিকরা তেমনভাবে সন্তুষ্ট নন বলেও সূত্র মারফত জানা গিয়েছে। আগামী ৫ জুলাই আবার সায়নী ঘোষকে তলব করা হয়েছে।

গতকাল সকালে সাড়ে ১১টার কিছু আগে ঢুকেছিলেন ইডির দপ্তরে। পরে রাত সাড়ে ১১টার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন সায়নী ঘোষ। সকালে ইডি দপ্তরে ঢোকার সময়ে সায়নী বলেছিলেন, ১০০ শতাংশ সহযোগিতা করব, বেরিয়েও একই কথা বললেন যুবনেত্রী। তবে সূত্রের খবর, সায়নীকে জেরা করে সন্তুষ্ট নয় ইডি। অনেক প্রশ্নের উত্তর দেননি সায়নী। তদন্তকারীরা তাই আগামী তলব নোটিস তৈরি করে ফেলেছেন। ৫ জুলাই অর্থাৎ আসছে বুধবার ফের তলব করা হয়েছে সায়নীকে।

About The Author