বাংলাদেশে ভাঙা হচ্ছে সত্যজিত রায়ের পৈতৃক ভিটে! উদ্বিগ্ন মমতা

বাংলাদেশে সত্যজিত রায়ের পৈতৃক ভিটে ভাঙা হচ্ছে, খবর শুনেই উদ্বিগ্ন মমতা। মোদী এবং ইউনুস সরকারকে যথাযথ পদক্ষেপ করার আর্জি।

কলকাতা: বাংলাদেশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই বাড়িটি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিতামহের নামে স্মৃতিবাহিত, যা বাংলার নবজাগরণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বিষয়টি সামনে আসতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রীর ভাষায়, “এই সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। রায় পরিবার বাংলা সংস্কৃতির এক অগ্রণী বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের অন্যতম স্তম্ভ। তাঁর বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ।” মুখ্যমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে ঐতিহ্যবাহী এই স্থাপনা সংরক্ষণের আবেদন জানিয়েছেন, পাশাপাশি ভারত সরকারকেও হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’-এর তথ্যে জানা গেছে, ময়মনসিংহ শহরের ওই বাড়িটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল এবং ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কর্তৃপক্ষ এখন এক আধা-কংক্রিট ভবন নির্মাণের পরিকল্পনায় রয়েছে। পূর্বে এটি শিশুদের পাঠশালা হিসেবে ব্যবহৃত হত, যা বর্তমানে অন্যত্র স্থানান্তরিত।

About The Author