কপ্টার দুর্ঘটনায় মৃত্যু দার্জিলিংয়ের সতপাল রাইয়ের

তামিলনাড়ুর কুন্নুরে দুর্গম পাহাড়ি এলাকায় সেনার কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের সতপাল রাই।

জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তথা গোর্খা রাইফেলসে হাবিলদার হিসেবে কর্তব্যরত ছিলেন সতপাল। বুধবার কপ্টার দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। মৃত হাবিলদার সতপাল রাই দার্জিলিংয়ের তাকদহের গ্লেনবার্নের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সতপাল রাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিলিগুড়িবাসী। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা টুইটারে সতপালের ছবি দিয়ে লিখেছেন, হাবিলদার সতপালের আত্মত্যাগ গোর্খাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সতপালের পরিবারকে এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন।

বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় সেনার কপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। কপ্টারে সওয়ার ছিলেন মোট ১৪ জন। সস্ত্রীক জেনারেল সহ ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে বায়ু সেনার তরফে। এই ঘটনায় দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্টজনেরা।

About The Author