কবিগুরুর শান্তিনিকেতন এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঘোষণা ইউনেস্কোর

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পেল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। রবিবার এই খবর জানাল ইউনেস্কো। অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী এবং জয় বাংলা বলে অভিনন্দ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে ১২ বছরে যে উন্নয়ন হয়েছে ইউনেস্কো তারই স্বীকৃতি দিল।

মুখ্যমন্ত্রী জানান, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর শান্তিনিকেতন এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাই খুব আনন্দিত এবং গর্বিত।’ মমতা এক্সে এও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকার গত ১২ বছর ধরে এর পরিকাঠামো উন্নয়নের করে গিয়েছে। এখন তাকে স্বীকৃতি দিল ইউনেস্কো। এর পরেই তিনি কুর্নিশ জানান সেই সব মানুষকে, যাঁরা বাংলাকে ভালবাসেন, রবীন্দ্রনাথ এবং তাঁর ভ্রাতৃত্বের বার্তাকে ভালবাসেন। তিনি লেখেন, ‘জয় বাংলা, গুরুদেবকে প্রণাম।’

About The Author