তিলোত্তমা ধর্ষণ-খুন মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। গ্রেফতার করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও।
এর আগে সন্দীপকে আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। এবার ধর্ষণ-খুন মামলাতেও শ্যোন অ্যারেস্ট করা হল।
অন্যদিকে ৯ অগস্টের ঘটনায় পরদিনই মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ গ্রেফতার করলেও পরে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এই নিয়ে আরজি করে ধর্ষণ-খুন মামলায় মোট ৩ জনকে গ্রেফতার করা হল।
প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে সন্দেহ সিবিআইয়ের। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি। এই দুই প্রাথমিক কারণকে সামনে রেখেই দু’জনকে গ্রেফতার বলে খবর।
এদিন দিল্লির সিবিআই হেড কোয়ার্টার থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে আসেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর। আরজিকর ঘটনার তদন্তের গতিপ্রকৃতি কোথায় দাঁড়িয়ে, তদন্ত কীভাবে চলছে সমস্ত বিষয় দেখার জন্য এসে পৌঁছন তিনি।